Posts

কবিতা

০১৬২ কবিতা: আলিঙ্গন

December 15, 2024

তারিক হোসেন

58
View

       আলিঙ্গন

তোমার কোলে মাথা রেখে সবুজ ঘাসে
থাকবো কোন একদিন দুজনে বসে।
থাকবে না কোন চিন্তা, কোন পিছুটান;
থাকবে শুধু অপার ভালবাসার বন্ধন।

চারদিকে নিস্তব্ধ নীরবতা,
হবে না কোন কথা।
চোখে চোখের ভাষা, 
পূর্ণ হবে মনের সকল আশা।

চোখে চোখ রেখে তোমার হাসি, 
অপার সৌন্দর্যের মানুষ মানসী।
দেখিবো প্রান খুলে, প্রান ভরে;
অতৃপ্ত বাসনা পূর্ণ করে।

শুধু তুমি আমি দুজনে, 
মায়ার পবিত্র আলিঙ্গনে;
ভালোবাসায় অবগাহনে;  
মনের সব ক্লান্তি দিব উচ্ছনে।

আলিঙ্গন, শক্ত আলিঙ্গন, 
অন্তরে অন্তরের আলিঙ্গন,
হৃদয়ের হৃদয়ের আলিঙ্গন, 
পাঁজরে পাঁজরের আলিঙ্গন।

সকল কষ্ট, ক্লান্তি, বেদনা মুছে,
আনিবে আরও কাছে;
দিবে প্রশান্তির ধীর বন্ধন,
করিবে জনম জনমের আপন।

Comments

    Please login to post comment. Login