মরে যায় প্রতি নিয়ত
কেউ কি ভেবেছে কখনো-
জীবনে কেনো কিছু
বিষাক্ত মানুষ আসে?
কেনো আসে এই বিষাক্ত মানুষগুলো?
না আসলে কি খুব ক্ষতি হতো?
না, হতো না তেমন ক্ষতি।
অবশ্য তারা না এলে জীবনে
জানা হতো না জীবনে কষ্ট কি জিনিস।
জীবনে বাস্তবতার অভিজ্ঞাত নিতে,
বিষাক্ত মানুষের প্রয়োজন আছে বৈ-কি!!
ওরা আছে বলেই আমরা মরে যায় --
প্রতি নিয়ত!!😭😭😭