Posts

কবিতা

মরে যায় প্রতি নিয়ত

December 16, 2024

Mezbin Tania

25
View

মরে যায় প্রতি নিয়ত

কেউ কি ভেবেছে কখনো-

জীবনে কেনো কিছু

বিষাক্ত মানুষ আসে?

কেনো আসে এই বিষাক্ত মানুষগুলো?

না আসলে কি খুব ক্ষতি হতো?

না, হতো না তেমন ক্ষতি।

অবশ্য তারা না এলে জীবনে

জানা হতো না জীবনে কষ্ট কি জিনিস।

জীবনে বাস্তবতার অভিজ্ঞাত নিতে,

বিষাক্ত মানুষের প্রয়োজন আছে বৈ-কি!!

ওরা আছে বলেই আমরা মরে যায় --

প্রতি নিয়ত!!😭😭😭

Comments

    Please login to post comment. Login

  • Mezbin Tania 1 month ago

    খুব ভালো লাগলো🙂🙂