আঁচল দিয়া বান্ধিয়া
যদি পাইতাম রাখিয়া দিতাম, আঁচল দিয়া বান্ধিয়া;
পাইনা বলে জীবন যায়, কান্দিয়া কান্দিয়া।২
বকুল তলে ঘর বাঁধিতাম বন্ধু তোমায় নিয়া
মনের আগুন মেটায় দিতাম বন্ধু তোমায় দিয়া।২ঐ
যদি পাইতাম বন্ধু তোমায় চাঁদনী পশর রাতে;
মাখিতাম জোৎস্না সোনার অঙ্গে তোমার সাথে সাথে।২
গাইতাম গান তোমায় নিয়ে গলা ছাড়িয়া;
থাকিতাম বসে তোমার প্রিয় হাতটি ধরিয়া।২ঐ
যদি পাইতাম বন্ধু তোমায় বৃষ্টি ভেজা দিনে;
রাখিতাম তোমায় বৃষ্টির সুরে আপন করে মনে।২
দিতাম না বন্ধু তোমায় যেতে দূরে সরিয়া;
নাচিতাম বন্ধু তোমায় নিয়ে ভিজিয়া ভিজিয়া।২ঐ
যদি পাইতাম বন্ধু তোমায় বসন্তের ও দিনে;
ফুলের সুবাস মাখিয়ে দিতাম তোমার সুন্দর মনে।২
ফুলের সাথে করতাম মিতালী দুজনে মিলিয়া;
কাঁটাতাম জীবন তোমায় নিয়ে গাছের শাখায় দুলিয়।২ঐ