মনটি কয়লা কালো
মুখটি সুন্দর হলেও তোমার মনটি কয়লা কালো;
মনে মনে আমি তোমায় ভেবেছিলাম ভালো।২
সুখের জন্য মুখের সুন্দর বেশি দরকার নাই;
মনের মানুষ মনের মতো শুধু হওয়া চাই।২
মুখের সুন্দর সুন্দর না রে মনের সুন্দর ভালো;
মনটি তোমার সুন্দর হলে জীবন হবে ভালো।২ঐ
সংসারেতে সুখের হয় ভালো বন্ধু পেলে;
নিজে ভালো হলেই তবে ভালো মানুষ মেলে।২
ভালোয় ভালোয় মিলে তবে জীবন হয় যে ভালো;
বন্ধু ভালো না হলে তবে জীবন পুরাই কালো।২ঐ
ওরে দেখতে সুন্দর মাকাল ফল, খাওয়া যায় না;
ফলের গুনে ফল ভালো, সুন্দর লাগে না।২
দেখতে ভালো ভালো নারে অন্তর হইলো ভালো;
অন্তর ভালো হলে পরে সকল কিছুই ভালো।২ঐ