কিছুই বোঝে না
অন্তর আমার তোমায় ছাড়া কিছুই বোঝে না,
আমি বেহেস্তে গেলেও তোমায় ছাড়া থাকতে পারবো না।২
আমি তোমায় নিয়ে কাটিয়ে দেবো, খেয়ে একটি রুটি,
গাছ তলাতে বাধবো ঘর, তুমি আসো যদি।২
তোমায় ছাড়া আমার জীবন, ভাবতে পারি না,
তাইতো বন্ধু তোমার হাত, আমি ছাড়ি না।২ঐ
তোমায় নিয়ে আমি সখি বেহেস্তে যেতে চাই;
হুর পরীদের আমার সখি, কোন দরকার নাই।২
তোমায় ছাড়া আমি বন্ধু কিছুই চাই না;
মরে গেলেও তোমায় ছাড়া থাকতে পারবো না।২ঐ
তোমায় ছাড়া আমার বন্ধু, কোন বিকল্প নাই;
সকাল কিছু ছেড়ে আমি, তোমায় শুধু চাই।২
ভালোবাসা তোমায় ছাড়া, একটু ও বাঁচে না;
শিরায় শিরায় তোমায় ছাড়া, রক্ত চলে না।২ঐ