Posts

কবিতা

০১৬৬ গীতি কবিতা: তোমায় দেখার শান্তি আর কিছুতে নাই

December 19, 2024

তারিক হোসেন

48
View

তোমায় দেখার শান্তি আর কিছুতে নাই

নয়ন ভরে তোমায় দেখার শান্তি, আর কিছুতে নাই;
এমন শান্তি আমি ভবে, তোমার কাছেই পাই।২

ফুল দেখেছি, চাঁদ দেখেছি, দেখেছি কত পাখি;
মনের মাঝে শান্তি পেয়েছি, তোমায় দেখে সখি।২
ভাবতে পারি না প্রিয় তুমি, আমার সামনে নাই;
আমার সকল কর্মে আমি, তোমায় সাথে চাই।২ঐ

তুমি যুগে যুগে থাকো পাশে, যেওনা কভু দূরে;
আমি তোমায় দেখব সারা জীবন, তৃষিত নয়ন ভরে।২
আমি নয়ন পাতে জীবন ভরে, তোমায় শুধু চাই;
তোমার হাসি মুখটি ছাড়া, চাওয়ার কিছুই নাই।২ঐ

নয়ন আমার বুঝে গেলে, স্বপ্নে তুমি আসো; 
শালুক ফুলের মত তুমি, চাঁদের হাসি হাঁসো।২
আমি মনে মনে ভালোবেসে, স্বপ্নের মত চাই; 
স্বপ্ন আমার ভেঙ্গে গেলে, আবেশ টুকু পাই।২ঐ

নয়ন তোমায় বেঁধে রাখে, মায়ার বাঁধনে; 
মনের মাঝে আপন করে, গভীর সাধনে।২
সারা জীবন নয়নের আলোয়, তোমায় দেখিতে চাই;
ভালোবেসে তোমার বুকে, হয় যেন মোর ঠাঁই।২ঐ

Comments

    Please login to post comment. Login