Posts

কবিতা

আজন্ম পাপ

December 19, 2024

নাসির ফরহাদ

322
View

জন্ম যেন আজন্ম পাপ 
সোনার বাংলাদেশে।
পেয়াজ ভোগায়,তেলে ভোগায়, 
ভোগায় চুলার গ্যাসে।

সবার মনে অস্থিরতা,
যে যে ভাবে লুটছে দেশ। 
সৎ মানুষের খুব  ভোগান্তি, 
চুর-ছেচ্ছর আছে বেশ।

কাকে করবে অভিযোগ 
আর কোথায় পাবে প্রতিকার।
সর্ষেতে আজ ভূতের বসত, 
ভুলছে সবাই অধিকার।

সোনার বাংলা তামাতামা, 
করে দিল কারা?
ছাত্ররা ও স্কুল বিমূখ 
ভুলছে লেখা পড়া।

সোনার বাংলার সোনার ফসল- 
কৃষক পায়না দাম।
দালালেরা খাচ্ছে শুষে, 
আম জনতার ঘাম।

উন্নয়নের সিঙ্গাপুরে,
কপাল পোড়ে শ্রমিকের।
অলিক ভাবনার ধোকায় ফেলে, 
বাজপাখিদের ভরছে পেট।

Comments

    Please login to post comment. Login