জন্ম যেন আজন্ম পাপ
সোনার বাংলাদেশে।
পেয়াজ ভোগায়,তেলে ভোগায়,
ভোগায় চুলার গ্যাসে।
সবার মনে অস্থিরতা,
যে যে ভাবে লুটছে দেশ।
সৎ মানুষের খুব ভোগান্তি,
চুর-ছেচ্ছর আছে বেশ।
কাকে করবে অভিযোগ
আর কোথায় পাবে প্রতিকার।
সর্ষেতে আজ ভূতের বসত,
ভুলছে সবাই অধিকার।
সোনার বাংলা তামাতামা,
করে দিল কারা?
ছাত্ররা ও স্কুল বিমূখ
ভুলছে লেখা পড়া।
সোনার বাংলার সোনার ফসল-
কৃষক পায়না দাম।
দালালেরা খাচ্ছে শুষে,
আম জনতার ঘাম।
উন্নয়নের সিঙ্গাপুরে,
কপাল পোড়ে শ্রমিকের।
অলিক ভাবনার ধোকায় ফেলে,
বাজপাখিদের ভরছে পেট।