নেশা কাটে না
নেশা কাটে না রে আমার, নেশা কাটে না;
তোমায় দেখার নেশা আমার, একটুও কাটে না।২
বারে বারে দেখি তোমায়, ইচ্ছা মিটে না;
আবার দেখতে ইচ্ছে করে, থাকতে পারি না।২ঐ
প্রাণ ভরে তোমায় দেখতে, মনে শুধু চায়;
তোমার চোখে চোখ রাখলে, প্রাণ ভরে যায়।২
বারে বারে মন রে বুঝাই, মন বুঝে না;
তোমায় দেখার ইচ্ছা আমার, একটু ও মিটে না।২ঐ
যত কাছে আসো তুমি, আরও কাছে চাই;
ইচ্ছে করে সারাক্ষণ, তোমার সাথে কাটাই। ২
মন আমার তোমায় চায়, কিছুই বুঝে না;
তোমায় পাওয়ার ইচ্ছা আমার, একটুও মিটে না।২ঐ
তোমার প্রতি আমার প্রেম, সারা জীবন থাক;
প্রতিদিন তোমায় দেখে, পূর্ণ হয়ে যাক।২
তুমি কাছে থেকো বন্ধু, দূরে যেও না;
তোমায় পাওয়ার আকুল ইচ্ছা, থাকতে দাও না।২ঐ