প্রেমে পড়ে যাই
যত বার দেখি তোমায়, প্রেমে পড়ে যাই;
তুমি আছো অন্তর জুড়ে, আর কিছু নাই।২
আমি জনম জনম তোমায় শুধু, দেখে যেতে চাই;
তোমায় ছাড়া অন্য কিছু, দেখার ইচ্ছা আমার নাই।২ঐ
আমি বারে বারে তোমার মায়ায়, মুগ্ধ হয়ে যাই;
তোমার মায়ায় সিগ্ধ হয়ে, আমার পরান জুড়াই।২
তুমি মায়ায় বাঁধো মুগ্ধ করো, দিও বুকে ঠাঁই;
যেন জীবন ভরে আমার প্রেমে, তোমায় খুঁজে পাই।২ঐ
আমি সকল দুঃখে সকল সুখে, খুঁজি তোমার মুখ;
তোমার মুখ আমার প্রাণে, দেয় যে মধুর সুখ।২
এই জগতে তোমার চেয়ে, সুন্দর কিছু নাই;
তোমার মুখের হাসি আমি, যে কোনো মূল্যে চাই।২ঐ