Posts

কবিতা

০১৬৯ লোকগীতি: পিরিত বুঝো না

December 20, 2024

তারিক হোসেন

       পিরিত বুঝো না

তুমি পিরিত বুঝো না রে বন্ধু, পিরিত বুঝো না;
তোমার সাথে আমার বন্ধু, পিরিত হইলো না।২

সারাদিন চেয়ে থাকি, ফিরে দেখো না; 
ইশারাতে কাছে ডাকি, একবার আসো না।২
তুমি চন্দ্র সূর্য তারা বুঝো, নদীর জলের ধারা বুঝো।২
আমার দু নয়নের ভাষা বুঝো না।ঐ

গানের সুরে তোমায় বলি, তুমি বুঝো না;
ঘুমের ঘোরে স্বপ্নে ডাকি, তুমি আসো না।২
তুমি জটিল জটিল অংক বুঝো, ওয়ার্ডসওয়ার্থের কবিতা বুঝো।২
আমার প্রেমের মায়া বুঝো না।ঐ

আপন করে ঘুরতে চাইলে, সময় দাও না;
আমায় নিয়ে কভু তুমি, উচ্ছ্বাস দেখাও না।২
তুমি নিজের সকল স্বার্থ বুঝো, প্রয়োজনে অর্থ বুঝো।২
আমার মনের কষ্ট বুঝো না।ঐ

Comments

    Please login to post comment. Login