প্যালেসের এক গোপন কক্ষে একটি পুরনো ডায়েরি পাওয়া যায়। সেটি ছিল জমিদারের কন্যার। ডায়েরিতে লেখা ছিল: "আমাদের পরিবার অভিশপ্ত। বাবার লোভ আমাদের ধ্বংস ডেকে এনেছে। জ্বীনদের প্রভুর রোষে পড়েছি আমরা। কেউ বাঁচবে না।"
ডায়েরির লেখা অনুযায়ী, জমিদারের গুপ্তধনের একটি রহস্যময় কক্ষের উল্লেখ ছিল, যা প্যালেসের নিচে লুকিয়ে রয়েছে।