টি-শার্ট পরে রেডি হচ্ছে সামন্ত, সাথে পরেছে ব্লু ডেনিম জিন্স। সাক্ষাৎ রাজপুত্র লাগছে তাকে দেখতে। লম্বা গরনের দেহ, গোল টানা চোখ, চিকন গোলাপি ঠোট, কালো এলনো ছোট চুল, র্ফসা গায়ের রং। আজ এতো তৈরি হওয়ার কারণ, তার চাচাতো ভাই তারিফ এর বৌভাতের অনুন্ঠান। তাদের বাড়ির পাশের মাঠে আয়োজন করা হয়েছে।
সুভরো নীল আকাশ, রোদের রক্তিমা দেখতে দেখতে সে মাঠে পৌছায়। মেহমানদের খাওয়ানো শুরু হয়। সেও হাতে হাত লাগিয়ে সবাইকে সাহায্য করে। সামন্তের সাথে কাজ করছে তার আরো কাজিনরা। বেশির ভাগ মেহমানদের খাওয়ানো শেষ হয়। তাই সামন্ত ও তার চাচাতো ভাই আনিমকে খেতে বলে তাদের চাচা। তারাও অনেক ক্ষুধার্ত ছিল, তাই কিছু না বলে খেতে বসে পরে।
খাওয়া শেষ করে তারা হাটছে, এমন সময় সামন্তর চোখ পরে এক মেয়ের উপর। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে মেয়েটির দিকে।
মেয়েটি খাবার টেবিলে বসে আছে। দেখতে শ্যাম বর্ণের, পাতলা গরোন, বড়ো ডাগোর ডাগোর চোখ। মুখ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। সম্পূর্ণ বস্ত্র দারা আবৃত। মেয়েটিও তার দিকে তাকিয়ে থাকে কয়েক মুহূর্ত। তার পর খাওয়া শুরু করে আনমনে ।
প্রথম দেখায় হয়ত ভালোবেশে ফেলেছে। পাশ থেকে আনিম ডাক দিলে তার ধেয়ান কাটে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সে বাসায় চলে যায়।
মেয়েটি খাওয়া শেষ করে। তারপর সে মাঠে কিছুক্ষণ হাটাহাটি করে। সামন্তের বাসায় যায়, বৌ এর সাথে দেখা করার জন্য। সামন্ত যখন বৌ এর রুমের পাশ দিয়ে যাচ্ছিল, তখন মেয়েটিকে দেখে চমকে উঠে। মেয়েটিও কেন যেন তার দিকেই তাকিয়ে আছে। তার হাত পা যেন কাজ করছে না। হঠাৎ কি ভেবে মোবাইল হাতে নিয়ে, কাউকে ফোন করার ভঙ্গী করে মেয়েটির ছবি তুলে নেয়। আর মেয়েটিকেই দেখতে থাকে........