Posts

কবিতা

সমতার মঞ্চ

December 23, 2024

রবি আল ইসলাম

23
View

সমতার মঞ্চ

রবি আল ইসলাম

মসজিদের প্রথম কাতারে বসে থাকে এক সাম্যের প্রতিচ্ছবি,
যেখানে ধনী-গরিব, ফকির-বাদশা, সবাই মিলে যায় একই স্রোতে।
এখানে নেই কোনো আলাদা পরিচয়,
নেই কোনো উচ্চতার গর্ব, নেই কোনো নিচতার লজ্জা।

যে কাতারে দাঁড়ালে মুছে যায় ভেদাভেদের রেখা,
সে কাতারে ফকিরের দীনতা হয়ে ওঠে শক্তি।
তার ঈমানের দীপ্তি ছাপিয়ে যায় সিংহাসনের অহংকার,
কারণ এখানে প্রভুর চোখে সকলেই সমান।

কেউ কারো চেয়ে বড় নয়, ছোট নয়,
যে প্রার্থনায় একসঙ্গে ঝরে পড়ছে অশ্রু,
সে প্রার্থনায় নেই কোনো রক্তের দাগ,
নেই কোনো সম্পদের প্রদর্শনী।

সমতার এই মঞ্চে যারা দাঁড়ায়,
তারা শিখে যায়—মানুষের শ্রেষ্ঠত্ব তার অন্তরে।
যার হৃদয় পরিচ্ছন্ন, যার মন বিনয়ী,
তাই দাঁড়ায় সবার আগে, সে-ই হয় মহান।

এখানে নেই রাজ্যের গৌরব, নেই দারিদ্র্যের লাঞ্ছনা,
নেই কোনো দেয়াল, যা আলাদা করে মানুষকে।
শুধু একটাই সত্য—
প্রথম কাতারে বসে থাকা মানুষটি,
সে একদিন হবে তোমার মতোই ধুলো, নয়তো হবে তোমার মতোই আলো।

এটাই শিক্ষা, এটাই সত্য,
সমতার এই মঞ্চে মুছে যায় সব ভেদাভেদ।
এখানে শুরু হয় এক নতুন গল্প,
যেখানে সবাই শুধু মানুষ, আর কিছু নয়।

২৩/১২/২৪
ভোর ৫.০০
পল্লবী, মিরপুর
 

Comments

    Please login to post comment. Login