বর্ধমান জেলার এক প্রান্তে অবস্থিত একটি ঘন কালো জঙ্গল, যার নাম কালাপাহাড় জঙ্গল। জনশ্রুতি বলে, এই জঙ্গলে প্রবেশ করলে কেউ আর জীবিত ফেরে না। অনেকেই বলে, এখানে অশরীরী আত্মা বাস করে, কেউ বলে প্রাচীন ধনসম্পদের অভিশাপ। কিন্তু এইসব গল্প চারজন সাহসী কলেজ ছাত্র-ছাত্রীকে থামাতে পারেনি। তারা ঠিক করেছিল, একদিন এই জঙ্গলে ঘুরতে যাবে।