এক গ্রামে বাস করতো এক যুবক রাখল ।সে প্রতিদিন মাঠে গরু চরাত ।সে প্রতিদিন গরু চরাতে চরাতে বিরক্ত হয়ে গেল।তার মাথায় একটা বুদ্ধি এলো সে বললো “বাঘ বাঘ ” বাঘ আমার গরু গুলোকে মেরে ফেলল ।গ্রামবাসী শুনে দৌড়ে এলো ।কিন্তু সেখানে কোনো বাঘ ছিলনা শুধু রাখল হাসিল ।গ্রামবাসী রেগে গেলো আর তাদের কাজে ফিরে গেলো। কিছু দিন পর রাখল আবার বিরক্ত হয়ে গেলো ।সে আবার বলল বাঘ এছসে বাঘ ।গ্রামবাসী আবার দৌড়ে এলো কিন্তু আবারো কোনো বাঘ দেখতে পােলনা তারা চলে গেলো । একদিন সত্যি সত্যি বাঘ চোলে এলো ।সে বলল বাঘ বাঘ ।কিন্তু গ্রামবাসী বিশ্বাস করলনা তারা কেউ এলো না । বাঘ রাখল ও গরু গুলোকে খেয়ে ফেললো।
এখান থেকে আমরা জানতে পারি যে : সত্য কথা যে বলে তাকে সবাই ভালোবাসে আর মিথ্যা যে বলে তাকে সবাই ঘৃনা করে ।