Posts

কবিতা

অস্তিত্বের লড়াই

December 25, 2024

রবি আল ইসলাম

21
View

অস্তিত্বের লড়াই

রবি আল ইসলাম

ওদের মুখে ছিল মুক্তির গান
তবে পিছনে লুকিয়ে রেখেছিলো
শোষণের কুহক আর হত্যার নেশা।
একাত্তরের চেতনা বিক্রি করে 
বানিয়েছিলো তারা অন্ধকারের সাম্রাজ্য,
যেখানে প্রতিদিন রচিত হতো
নিরীহ মানুষের রক্তমাখা ইতিহাস।
খুন, গুম, আর অশ্রু—
এই ছিলো পিশাচিনীর টিকে থাকার পুঁজি।

ভার্সিটির প্রতিটি হল কেঁপেছে
ছাত্রলীগের সন্ত্রাসী পদচারণায়।
ফারাবীদের হৃদয়ে বিদ্ধ হয়েছে বুলেট,
তাদের স্বপ্নগুলো গেছে ছিঁড়ে
শাসকের অমানবিক লালসায়।
মায়ের বুক খালি করেছে যে শাসন,
সেই শাসন কেমন করে দাবী করে
স্বাধীনতার উত্তরাধিকার?

আলেমগণ বন্দী হলেন কারাগারের নিষিদ্ধ সেলে 
মাহফিল হলো বন্ধ, আজানে আসল বাঁধা,
যে দাড়ি আর টুপি ছিলো মুসলিম সংস্কৃতির অংশ
তারা তাতে বসিয়েছিলো
রাজাকারের মিথ্যা ট্যাগ।
ইসলামের শিকড় কাটতে চেয়েছিল সঙ্গোপনে
আর বারবার নবীজির হৃদয়ে করেছে আঘাত 
মুক্তমনা চর্চার নামে।
তারা ভেবেছিলো,
এই জাতি নীরব থাকবে,
তাদের ধর্ম, তাদের মূল্যবোধ
ধ্বংস হতে দেখেও চুপ থাকবে।

সীমান্তের কাঁটাতারে ঝুলিয়েছিলো ফেলানীর লাশ,
মেয়েটির অবসন্ন শরীর
এ জাতির লজ্জার প্রতীক হয়ে রইবে চিরকাল।
তারা হাত বাড়িয়ে দিয়েছিলো
ভারতের পা চাটার জন্য,
তাদের গোলামী দিয়ে লিখেছিলো
পরাধীনতার এক নতুন অধ্যায়।
তবু এই মাটি সহ্য করেছিলো,
এই আকাশ সহ্য করেছিলো
শোষণের ভার।

তারা জানত না—
আলো কখনও চিরকাল চাপা পড়ে না।
জুলাইয়ের সেই দিনের আগুন
জ্বালিয়ে দিয়েছিলো ফ্যাসিস্টের মুখোশ।
হেলিকপ্টারের কালো গর্জন
নিরীহ কিশোরদের আর্তনাদ,
যুদ্ধসাজে  ছাত্রদের উপর গুলি,
সবকিছু ফিরে আসল
ইতিহাসের প্রতিধ্বনি হয়ে।
তারা গণহত্যা চালিয়েছে 
আমার ভাইয়ের রক্তে রেঙেছে এই মাটি 
আর সেই রক্ত থেকে অঙ্কুরিত হয়েছে
জুলাই বিপ্লবের ফুল।

আজ আমরা দাঁড়াতে শিখেছি 
শাসকের চোখে চোখ রেখে।
আমাদের প্রতিজ্ঞা—
এই দেশ কখনো আর বিক্রি হবে না,
এই মাটি আর রক্তে রাঙবে না।
আমরা ভুলে যাইনি
মুগ্ধ সাইদদের আত্মত্যাগ,
আমরা ভুলে যাইনি
ফারাবীদের লাশের শীতলতা।
আমরা শিখেছি,
শোষণ আর অত্যাচারকে
কখনো ছাড় দেওয়া যায় না।

তাই আজ আমরা শপথ করি—
এই মাটি হবে মুক্ত,
এই আকাশে উঠবে নতুন সূর্য।
যেখানে ফ্যাসিস্টের নাম লেখা থাকবে
লজ্জার পাতায়,
আর স্বাধীনতার গান গাইবে
প্রতিটি মুক্ত কণ্ঠস্বর।
তোমরা যারা রক্ত চুষে  তৈরি করেছো
নিজেদের সিংহাসন,
তোমাদের জন্য অপেক্ষা করছে
ইতিহাসের বিচার।
তোমাদের মিথ্যার মুখোশ পুড়িয়ে
আমরা গাইবো—
"এবারের সংগ্রাম স্বাধীনতার,
এবারের লড়াই মানবতার 
এবারের যুদ্ধ গণমানুষের অধিকার রক্ষার।"

১২/২৫/২৪
বেলা ১১.০০
পল্লবী,মিরপুর।
 

Comments

    Please login to post comment. Login