Posts

কবিতা

০১৭০ গীতি কবিতা: তোমার হাসিতে সুখে ভাসি

December 26, 2024

তারিক হোসেন

35
View

তোমার হাসিতে সুখে ভাসি

তোমার হাসিতে সুখে ভাসি, ভাসে আমার মন;
তোমার ছোঁয়ায় ধন্য হলাম, পূর্ণ হলো জীবন।২
আমি তোমায় পেলাম, পেলাম সুখের জীবন;
সারা জীবন রাখবো তোমায় করে অনেক আপন।২ঐ

তোমার হাসিতে গোলাপ ফোটে, ফোটে রঙ্গিন ফুল;
তার চেয়েও সুন্দর তোমার রেশমি কালো চুল।২
তুমি রূপে গুণে পাগল কর, মুগ্ধ কর মন;
প্রতি ক্ষণে তোমার সনে হই আমি আপন।২ঐ

তোমার হাসিতে চাঁদ হাসে, হাসে সূর্য তারা; 
তোমায় দেখে আমি প্রিয়, হয়েছি বাঁধন হারা।২
তুমি মায়ায় বেঁধেছ, প্রেমে বেঁধেছ, আমার পাগল মন;
সুখে শখে রঙে ভরে দিয়েছ আমার প্রতিক্ষন।২ঐ

তোমার হাসিতে বৃষ্টি ঝরে, ঝরে চাঁদের আলো;
চাঁদের চেয়ে তোমায় আমার, লাগে অনেক ভালো।২
আমি তোমায় নিয়ে দেখি নতুন নতুন স্বপন;
তুমি আমার নয়ন মনি, নয়নের নয়ন।২ঐ

Comments

    Please login to post comment. Login