আমার পৃথিবী
তোমার হাসিতে লুকিয়ে আছে আমার পৃথিবী;
তুমি আমার মনের মানুষ তুমি আমার সাথী।২
কি সুন্দর, মিষ্টি মধুর, তোমার মুখের হাসি;
যত দেখি তোমার হাসি, তত ভালোবাসি।২
তোমার হাসি আমার বুকে আঁকে রঙিন ছবি;
সেইখানেতে কবিতা লেখে আমার মনের কবি। ২ঐ
ফুলের হাসিতে ফুল সুন্দর, তোমার হাসিতে আমি;
এমনি করে হাসতে থাকো, আমার সাথে তুমি।২
তোমায় নিয়ে গড়ব আমি আমার সুখের পৃথিবী;
তুমি সেথায় মনের সুখে ঘুরে বেড়াও সাথী।২ঐ
তুমি হাসলে আমার ঘরে, জোছনা ঝরে পড়ে;
হাজার ফুলের গন্ধে আমার ঘর যে যায় ভরে।২
তোমার বুকে বাঁধবো বাসা এইতো আমার দাবী;
দিবা-নিশি সুখে-দুখে তোমার কথা ভাবি।২ঐ