দরজা ঠেলে আবির ঢুকতেই চারপাশের পরিবেশ বদলে গেল। সামনেই ছিল একটি প্রাসাদ। এই প্রাসাদটি যেন স্ফটিক আর সোনায় তৈরি। ঝুলন্ত বাগানগুলো থেকে ঝরছিল রূপালি জলের ধারা। বাতাসে ভেসে বেড়াচ্ছিল এক অদ্ভুত সুর।
আবির ধীরে ধীরে প্রাসাদের দিকে এগিয়ে গেল। ভিতরে ঢুকে সে দেখল, একটি বিশাল কক্ষে অগণিত আয়না সাজানো। প্রতিটি আয়না যেন কোনো অজানা শক্তি ছড়াচ্ছিল।