এক সন্ধ্যায়, যখন সূর্য অস্ত যাচ্ছে, অয়ন তার পুরনো খাতা উল্টাতে উল্টাতে হঠাৎ থেমে যায়। সে দেখতে পায় একটি অদ্ভুত নোট, যা সে আগে কখনো লেখেনি: "মৃত্যুর পরে কি আছে?"
অয়ন নিজের হাতের লেখা দেখে অবাক হয়। তার মনে পড়ে না, এই লাইনটি সে কখন লিখেছিল। এই প্রশ্ন তার মাথায় ছায়ার মতো ঘুরতে থাকে।
সেদিন রাতে অয়ন ঘুমোতে যায়, কিন্তু ঘুমের মধ্যে তাকে আক্রমণ করে এক অদ্ভুত স্বপ্ন।