Posts

কবিতা

০১৭২ লোকগীতি: কষ্ট দিও না

December 27, 2024

তারিক হোসেন

102
View

       কষ্ট দিও না

সত্যি সত্যি বাসলে ভালো, কষ্ট দিও না!
মরে গেলে আমায় বন্ধু, আর পাইবা না।২
এতো কষ্ট দিলে বন্ধু, আমি বাঁচবো না;
তখন তুমি চাইলে ও বন্ধু, আমায় পাইবা না।২ঐ

জীবন দিয়ে আমি বন্ধু, জীবন পেতে চাই;
মনের কষ্ট বুঝার মতো, আমার কেউ নাই।২
তুমি কেন আমার কথা, বুঝতে পারো না;
ভালোবেসে আমার কাছে, একটু আসো না।২ঐ

জীবনের সব হাসি তোমায় নিয়ে হাসতে আমি চাই;
জীবনের সব ভালো, তোমায় আমি বাসতে চাই।২
তুমি কেন আমার মতো, আমায় ভালোবাস না;
ব্যাকুল হয়ে আমার কাছে, ছুটে আস না।২ঐ

তোমায় নিয়ে হাজার বছর, সুখে আমি থাকতে চাই;
মনের সকল সুখে দুঃখে, তোমায় জড়িয়ে রাখতে চাই।২
তুমি কেন তোমার পাশে, আমায় রাখো না;
সুখে দুঃখে তোমার বুকে জড়িয়ে রাখ না।২ঐ

Comments

    Please login to post comment. Login