কষ্ট দিও না
সত্যি সত্যি বাসলে ভালো, কষ্ট দিও না!
মরে গেলে আমায় বন্ধু, আর পাইবা না।২
এতো কষ্ট দিলে বন্ধু, আমি বাঁচবো না;
তখন তুমি চাইলে ও বন্ধু, আমায় পাইবা না।২ঐ
জীবন দিয়ে আমি বন্ধু, জীবন পেতে চাই;
মনের কষ্ট বুঝার মতো, আমার কেউ নাই।২
তুমি কেন আমার কথা, বুঝতে পারো না;
ভালোবেসে আমার কাছে, একটু আসো না।২ঐ
জীবনের সব হাসি তোমায় নিয়ে হাসতে আমি চাই;
জীবনের সব ভালো, তোমায় আমি বাসতে চাই।২
তুমি কেন আমার মতো, আমায় ভালোবাস না;
ব্যাকুল হয়ে আমার কাছে, ছুটে আস না।২ঐ
তোমায় নিয়ে হাজার বছর, সুখে আমি থাকতে চাই;
মনের সকল সুখে দুঃখে, তোমায় জড়িয়ে রাখতে চাই।২
তুমি কেন তোমার পাশে, আমায় রাখো না;
সুখে দুঃখে তোমার বুকে জড়িয়ে রাখ না।২ঐ