পোস্টস

কবিতা

আমার উপরে উঠা

১৭ মে ২০২৪

তালাশ তালুকদার

আমাকে একেবারেই তলে থেকে উপরে উঠতে হচ্ছে
একারণে আমার সাথে সবারই দেখা হয়ে যাচ্ছে
সবারই কিছু না কিছু কূটকৌশল থাকে 
তাদেরকেও দুই হাতে সামলাতে হচ্ছে

তারা খুবই বদমেজাজী, একটু উনিশ বিশ হলেই
আবার কাত করে আমায় তলায় ফেলে দিতে পারে
ফলে, তাদের রাগাই না
কারো কানের কাছে কোনোকিছু সাগাইও না 

একটা সিস্টেমের ভেতর দিয়ে সিস্টেম হয়ে থাকি
মোরগ ডাকলে ভাবি ভোর হয়ে গেছে
রাস্তায় বেরুলে কেউ পিছুডাক দিলে ভাবি আজ অলক্ষুনে দিন
কোথাও কোনো কাজ আজ সাকসেসের মুখ দেখবেনা

আমার অনেকগুলো আমি হারিয়ে ফেলার পরও
আমার আমি যখন একটু একটু করে উপরে উঠতে থাকে
তখন আমার পরিবারের মনগুলোও ফুরফুর করে হাওয়ায় উড়তে থাকে 
বলে যাক, এবার অন্তত নিজের পায়ে নিজে দাঁড়িয়েছে
কেউ আলাব্বো দিয়ে আবার সাবধান করে বলতেও থাকে
আমাদের এক্ষুনি বিজয়ের গান গাওয়া ঠিক হবেনা 
ওর গোড়া আরো শক্ত হোক
আবার পাও হসকে গেলে 
জিহ্বায় কামড় খাওয়া লাগবেহিনি!