Posts

কবিতা

আমার উপরে উঠা

May 17, 2024

তালাশ তালুকদার

259
View
আমাকে একেবারেই তলে থেকে উপরে উঠতে হচ্ছে
একারণে আমার সাথে সবারই দেখা হয়ে যাচ্ছে
সবারই কিছু না কিছু কূটকৌশল থাকে 
তাদেরকেও দুই হাতে সামলাতে হচ্ছে

তারা খুবই বদমেজাজী, একটু উনিশ বিশ হলেই
আবার কাত করে আমায় তলায় ফেলে দিতে পারে
ফলে, তাদের রাগাই না
কারো কানের কাছে কোনোকিছু সাগাইও না 

একটা সিস্টেমের ভেতর দিয়ে সিস্টেম হয়ে থাকি
মোরগ ডাকলে ভাবি ভোর হয়ে গেছে
রাস্তায় বেরুলে কেউ পিছুডাক দিলে ভাবি আজ অলক্ষুনে দিন
কোথাও কোনো কাজ আজ সাকসেসের মুখ দেখবেনা

আমার অনেকগুলো আমি হারিয়ে ফেলার পরও
আমার আমি যখন একটু একটু করে উপরে উঠতে থাকে
তখন আমার পরিবারের মনগুলোও ফুরফুর করে হাওয়ায় উড়তে থাকে 
বলে যাক, এবার অন্তত নিজের পায়ে নিজে দাঁড়িয়েছে
কেউ আলাব্বো দিয়ে আবার সাবধান করে বলতেও থাকে
আমাদের এক্ষুনি বিজয়ের গান গাওয়া ঠিক হবেনা 
ওর গোড়া আরো শক্ত হোক
আবার পাও হসকে গেলে 
জিহ্বায় কামড় খাওয়া লাগবেহিনি!

Comments

    Please login to post comment. Login