Posts

বাংলা সাহিত্য

হৃদয় ভরে

December 27, 2024

Sawpon Biswas

45
View

হৃদয় ভরে  রাখবো তোরে
ভীষণ যতন করে 
ইচ্ছে হলেও পারবে না তো
চলে যেতে দূরে।
ঝিনুক যেমন বুকের ভিতর 
মুক্তা লুকায় রাখে,
থাকিসরে তুই তেমন করে 
লুকায় আমার বুকে। 
ইচ্ছে হলেও পারবে না তো 
চলে যেতে দূরে। 
জন্ম আমার তোরই জন্য 
এই পৃথিবীর পরে 
মরণ হলেও তোরে আমি 
রাখবো বুকে ধরে। 
ইচ্ছে হলেও পারবে না তো 
চলে যেতে দূরে। 
......... স্বপন বিশ্বাস 
২৩/১২/২৪

Comments

    Please login to post comment. Login