হৃদয় ভরে রাখবো তোরে
ভীষণ যতন করে
ইচ্ছে হলেও পারবে না তো
চলে যেতে দূরে।
ঝিনুক যেমন বুকের ভিতর
মুক্তা লুকায় রাখে,
থাকিসরে তুই তেমন করে
লুকায় আমার বুকে।
ইচ্ছে হলেও পারবে না তো
চলে যেতে দূরে।
জন্ম আমার তোরই জন্য
এই পৃথিবীর পরে
মরণ হলেও তোরে আমি
রাখবো বুকে ধরে।
ইচ্ছে হলেও পারবে না তো
চলে যেতে দূরে।
......... স্বপন বিশ্বাস
২৩/১২/২৪
22
View