Posts

বিশ্ব সাহিত্য

আজ জা'নে কি জিদ না করো

May 17, 2024

শাহান আলম

Original Author ফাইয়াজ হাশমি

Translated by শাহান আলম

আজ চলে যাওয়ার জিদ কইরো না
এভাবেই পাশে বসে থাকো
আজ চলে যাওয়ার জিদ কইরো না
হায়, মরে যাবো, আমি তো লুট হয়ে যাবো—!
এমন কথা বইলো না
আজ চলে যাওয়ার গোঁ ধইরো না
তুমিই ভেবে দেখো, কেন আটকাই না তোমারে
প্রাণ চলে যায় যখন উঠে চলে যাও তুমি
আমার কসম লাগে প্রিয়তমা 
এই একটা কথাই নাহয় রাখো
আজ চলে যাওয়ার জিদ কইরো না
এরকমই পাশে বসে থাকো
আজ চলে যাওয়ার গোঁ ধইরো না

সময়ের কারাগারে বন্দি জীবন, তবুও
এই কিছুটা সময় যতটুকু স্বাধীন
থাকো আকাঙ্ক্ষাহীন


আজ চলে যাওয়ার জিদ কইরো না

কী নিষ্পাপ রঙিন এই আসমান
আজ লাবণ্য আর প্রেমের মেরাজ
কে রাখে আগামীর খবর প্রিয়তমা
থামিয়ে দাও আজকের এই রাত্রি
আজ চলে যাওয়ার জিদ কইরো না 
এভাবেই পাশে বসে থাকো
আজ চলে যাওয়ার জিদ না করো 

Comments

    Please login to post comment. Login