Posts

কবিতা

প্রকৃতির মায়া

December 28, 2024

Jahanara Yesmin

14
View

প্রকৃতির মায়া

হিমালয়ের শিখরে সূর্য ওঠে,
সোনালি আলোর নীরব প্রবাহ।
বসন্তের ফুলে মাখে রঙের খেলা,
পাখিরা গাইতে যায় সুরের সাথ।

নদীর কলতানে বাজে সুরভি,
প্রবাহিত হয় শান্তির বহিঃপ্রকাশ।
গাছের ছায়ায় নেচে ওঠে হাওয়া,
প্রকৃতি মায়া, অপার তার আশ্বাস।

সূর্যাস্তের আলো জ্বালায় রাত্রি,
চাঁদের আলোয় সেজে যায় আকাশ।
তারা বিন্দু বিন্দু আলোয় ছড়ায়,
রাতের মিষ্টি স্বপ্নের মলয়বাস।

সবুজের মাঝে ঝরনা লহরায়,
প্রাণবন্ত প্রতিটি কোণে জীবন্ত।
প্রকৃতির সৌন্দর্যে মোহিত হৃদয়,
অন্তহীন প্রেমের অমলিন গাথা।

Comments

    Please login to post comment. Login