Posts

ফিকশন

লেয়ার রঙ্গ

May 17, 2024

সঞ্জয় কুমার

ফটোশপ বা অটোক্যাডে লেয়ার একটা গুরুত্বপূর্ণ বিষয়।

সারাদিন লেয়ার নিয়ে কম্পিউটার এ কাজ করা সেইসব লেয়ারবিদ বাস্তব জীবনে কেমন হতে পারে আসুন দেখি ( পড়ি)

images-9-1.jpeg 38.61 KB
ফাস্টফুডের দোকানে

ভাই আপনাদের ফ্রাইড চিকেনের সবই ভালো বাট উপরের লোয়ারগুলো আর একটু মোটা আর ক্রিস্পি করা উচিত, টেক্সার ঠিক আছে চলবে।


images-10.jpeg 25.41 KB
আর আগের দিন কেক দিসেন ওটার লেয়ার ১টা কম ছিলো, চকোলেট লেয়ার ডাবল থাকবে এমন কেক দিয়েন।

3.jpeg 58.04 KB
ফলের দোকানে

মামা এটা কি কলা দিলেন এর উপরের লেয়ার তো একবারে নাই,
আরে মামা খাইয়া ট্যাকা দিয়েন , কলায় কোন কেমিক্যাল দিই নাই বলে খোসাটা এমন দেখাচ্ছে।

4.jpeg 43.33 KB

কনস্ট্রাকশন মেটেরিয়ালস

আপনার বালি উপরের লেয়ারের কোয়ালিটি ভালো, তবে নিচের লেয়ারের বালি চিকন এমন লেয়ার কম্বিনেশন হলে আপনার বালি নিবো না।

5.jpeg 41.13 KB
বন্ধুর ফোনে

তুই বিল্ডিং এর কোন লেয়ারে আছোস?
মানে কত তলায়?

6.jpeg 31.05 KB
চায়ের টং দোকানে

মামা ৭ লেয়ারের কফি দেন একটা।
লেয়ার চা শুনেছি, লেয়ার কফি হয় নাকি ?
হয়না, কারন কেউ করেনা, আপনি করবেন ইউনিক আইডিয়া।
মার্কেটে ভালো চলবে।

7.jpeg 34.45 KB
ফার্মেসীতে
মিনিমাম ৪টা লেয়ার প্রটেকশন আছে এমন মাস্ক দেন।

8.jpeg 23.96 KB
ডেটিং এ

মুখের উপ্রে কত লেয়ার মেকআপ করছো?
চেনাই যাচ্ছে না।

9.jpeg 30.3 KB
হাসপাতালে

এক্সিডেন্ট করে তো দেখছি হাতের উপরের লেয়ার গেছেগা,
সাবধানে বাইক চালাতে বললে তো শুনিস না।

10.jpg 56.48 KB
প্রাইভেট টিউটর

শোনো পৃথিবীর অনেকগুলো লেয়ার রয়েছে, আমরা বাস করি টপ লেয়ারে মানে একদম উপরপৃষ্ঠে

11.jpeg 21.67 KB
ছবি ইন্টারনেট থেকে সংগ্রহীত।






Comments

    Please login to post comment. Login