Posts

কবিতা

০১৭৩ আধুনিক গান: খুশিতে মন ভরে যায়

December 29, 2024

তারিক হোসেন

36
View

     খুশিতে মন ভরে যায়

তোমাকে কাছে পেলে খুশিতে মন ভরে যায়;
সারাক্ষণ মন চায়, তোমাকেই যেন কাছে পায়।২

মন আমার সারাক্ষন করে শুধু আনচান;
দেখতে চায় বারে বারে শুধু তোমার মুখ খান।২
তুমি ভালোবাসার ভেলায় চড়ে আসো নির্জনায়;
যেন এ মন ভালোবেসে তোমারে পায়।২ঐ

মন আমার করে শুধু দুখের ও বাস;
তোমায় পেলে হবে প্রিয় সুখের ও আশ।২
তুমি মনের মাঝে পাল তুলে বেড়াও মিষ্টি হাওয়ায়;
যেন এ মন ভালোবেসে তোমারে পায়।২ঐ

আমি ভালোবেসে তোমায় পেতে চাই;
তোমায় পেলে মনের মাঝে সুখের সীমা নাই।২
তুমি ভালোবেসে আমার কাছে আসো সুখের বায়;
যেন এ মন ভালোবেসে তোমারে পায়।২ঐ

Comments

    Please login to post comment. Login