Posts

কবিতা

০১৭৪ লোকগীতি: ভালো লাগে না

December 29, 2024

তারিক হোসেন

39
View

        ভালো লাগে না

ভালো লাগে না রে বন্ধু, ভালো লাগে না;
তোমাকে ছাড়া আমার বন্ধু, ভালো লাগে না।২

প্রথম যেদিন তোমায় আমি দুই নয়নে দেখেছি; 
জীবন যৌবন সুখ-দুঃখ তোমার নামে লিখেছি।২
মন আমার তোমায় ছাড়া কিছুই চায় না;
তোমায় ছাড়া আমার মনে শান্তি লাগে না।২ঐ

যত আমি কাছে ডাকি দূরে চলে যাও;
আমার বুকে কাঁটা দিয়ে কি সুখ তুমি পাও।২
মন আমার তোমায় ছাড়া ভাবতে পারে না;
তোমায় ছাড়া একটি দিন ও আমার কাটে না।২ঐ

যত আমি আপন ভাবি তুমি ভাব না;
পর ভাবিয়া দূরে থাক কাছে আসো না।২
মন আমার তোমায় নিয়ে করে কল্পনা
তোমায় ছাড়া আমার আমার জীবন পূর্ণ হয় না।২ঐ

Comments

    Please login to post comment. Login