Posts

কবিতা

লজ্জা

December 29, 2024

নাসির ফরহাদ

45
View

লজ্জা 

এর-ই নাম কি স্বাধীনতা 

এর-ই নাম কি ভালোবাসা?

যা কষ্টার্জিত নয় নষ্টার্জিত। 

তপ্ত বালুয় বিন্নি ধানের খই ফুটে ঠোঁটে

উহঃ আহঃ আর পারছিনা 

আর একটু কিংবা বিকেলের স্নিগ্ধ রোদে ও 

ছাতার নিচে যুগল মাথা।

এর-ই নাম স্বাধীনতা!!

বলে ডিজিটাল ছেলেমেয়েরা।

যুবক যুবতীর অর্ধনগ্ন আস্ফালন, 

কাম উদ্দীপন মেলামেশা। চোখের চাহন.... 

খিস্তি খেউরের প্লাবণ!!

এমন স্বাধীনতা আমরা চাই না। 

চাই না এমন নির্লজ্জ সভ্যতা

হয়তো তোমাদের সন্তানেরা ও দেখবে তা সেলুলয়েডের ফিতায়

তখন মুখ লুকাবে কোথায়।

পবিত্র কি হতে পারবে গঙ্গার জলে 

গঙ্গা কি লজ্জিত হবে না এত স্বাধীনতার ভারে। 

থমকে যাবে না তো চলার ছন্দ?

Comments

    Please login to post comment. Login