লজ্জা
এর-ই নাম কি স্বাধীনতা
এর-ই নাম কি ভালোবাসা?
যা কষ্টার্জিত নয় নষ্টার্জিত।
তপ্ত বালুয় বিন্নি ধানের খই ফুটে ঠোঁটে
উহঃ আহঃ আর পারছিনা
আর একটু কিংবা বিকেলের স্নিগ্ধ রোদে ও
ছাতার নিচে যুগল মাথা।
এর-ই নাম স্বাধীনতা!!
বলে ডিজিটাল ছেলেমেয়েরা।
যুবক যুবতীর অর্ধনগ্ন আস্ফালন,
কাম উদ্দীপন মেলামেশা। চোখের চাহন....
খিস্তি খেউরের প্লাবণ!!
এমন স্বাধীনতা আমরা চাই না।
চাই না এমন নির্লজ্জ সভ্যতা
হয়তো তোমাদের সন্তানেরা ও দেখবে তা সেলুলয়েডের ফিতায়
তখন মুখ লুকাবে কোথায়।
পবিত্র কি হতে পারবে গঙ্গার জলে
গঙ্গা কি লজ্জিত হবে না এত স্বাধীনতার ভারে।
থমকে যাবে না তো চলার ছন্দ?