তোমার বাড়ি আমার বাড়ি
তোমার বাড়ি আমার বাড়ি, মাঝ খানেতে বেড়া;
দিবা-নিশি চোখে পড়ে, তোমার চলাফেরা।২
আমার বুকে তোমার জন্য, রয়েছে আসন করা;
তুমি সেথায় হাসো খেলো, থাকে বুক ভরা।২ঐ
একবার তুমি চেয়ে দেখো, চোখের পানি ঝরে;
তোমার জন্য একটা জীবন, নীরবে যায় মরে।২
সবাই বলে ভুলে যেতে, তুমি চোখের তারা;
কেমন করে বেঁচে থাকি, আমি তোমায় ছাড়া।২ঐ
পরান আমার বুঝে নারে, তুমি আমার না;
তোমায় আমি ধরতে চাইলে, ধরতে পারি না।২
তোমার জন্য হয়েছি আমি, বড় পাগল পারা;
ভালোবেসে আমার জীবন, হলো ছন্নছাড়া।২ঐ
সবাই আমার মন্দ বলে, বলে পোড়া মুখি;
জাত কুলমান সবই খাইলি, হইলি জনম দুঃখী।২
দুঃখ আমার মনের সাথী, জীবন দুঃখে ভরা;
দুঃখ আমায় বাঁচিয়ে রাখে, বাঁচি না তোমায় ছাড়া।২ঐ