বাড়ির পাশে ইটের ভাটা
বাড়ির পাশে ইটের ভাটা, কয়লায় আগুন ধরে;
তোমার জন্য আমার অন্তর, অমন কইরা পুড়ে।২
তুমি আসো, পাসে বসো, আর থেকো না দূরে;
বাকি জীবন কাটাবো আমি, তোমার হাতটি ধরে।২ঐ
সকাল সন্ধ্যা কত মানুষ, যায় যে তাদের বাড়ি;
তুমি কেন আসো না বন্ধু, ঢাকার শহর ছাড়ি।২
তোমার জন্য মনটা আমার, কেমন কেমন করে;
ইচ্ছে করে ঘুরে বেড়াই, তোমায় সাথে করে।২ঐ
জীবন আমার কাটে বন্ধু, তোমার কথা ভেবে;
পাইনা আমি তোমার দেখা, একটি বারও তবে।২
তোমার জন্য চোখের জল, সারাদিনই ঝরে;
বুকের মাঝে তোমার জন্য, টিপটিপ করে।২ঐ
জীবন যৌবন সবই আমার, হইল বরবাদ;
তবুও পাইলাম নারে বন্ধু, তোমার প্রেমের স্বাদ। ২
দুঃখেও রাখিও, সুখেও রাখিও, নাও না আপন করে;
সারা জীবন দেখবো বন্ধু, তোমায় নয়ন ভরে।২ঐ