Posts

কবিতা

০১৭৯ গীতি কবিতা: তুমি সুন্দর

December 31, 2024

তারিক হোসেন

43
View

          তুমি সুন্দর

তুমি সুন্দরও তাই তোমার কাছে ছুটে আসি;
লক্ষ জনম তোমায় দেখে কাটিয়ে দিব হাসি।২

তোমার ইচ্ছা সুন্দর, কল্পনা সুন্দর, সুন্দর তোমার চাওয়া; 
তোমায় পেলে হবে আমার, সকল কিছু পাওয়া।২
তোমার মন সুন্দর, প্রাণ সুন্দর, সুন্দর তোমার হাসি; 
চোখের তারায় তুমি সুন্দর, তোমায় ভালোবাসি।২ঐ

তোমার কামনা সুন্দর, বাসনা সুন্দর, সুন্দর তোমার প্রেম;
তোমায় পেলে অবলীলায়, পান করিব হেম।২
তোমার জীবন সুন্দর, যৌবন সুন্দর, সুন্দর কেশ রাশি; 
তোমায় দেখে আমার গলায়, পড়েছে প্রেমের ফাঁসি।২ঐ

তোমার চোখ সুন্দর, কথা সুন্দর, সুন্দর গালের টোল;
তোমায় পেলে মনের মাঝে, বসন্ত দেয় দোল।২
তুমি নারীতে সুন্দর, শাড়িতে সুন্দর, সুন্দর কানের পাশি;
চাঁদের চেয়ে বেশি সুন্দর, তোমার মুখের হাসি।২ঐ

Comments

    Please login to post comment. Login

  • Adnan 2 weeks ago

    অনেক সুন্দর হয়েছে