কাপেঁ কাপেঁ শরীর কাপেঁ
শীতের সকালে,
তাই বলি কি মেপে মেপে
গোসল করা চলে?
পাকাঁ পাকাঁ দাড়িঁ পাকাঁ
এমন বুড়ো হায়,
রৌদ্র যখন ফাকাঁ ফাঁকা
নাইতে যখন যায়।
ঠক ঠক করে দাতঁ
যায়না রাখা ধরে,
গোসলেতে ঝুপুর ঝুপুর
দৌড়ে পালায় ঘরে।
শীত শীত করে শীত
নাকে লাগে ঠান্ডা
খায় সবে গরস গরম
ভাপা এন্ড আন্ডা।