গ্রামের লোকেরা বলে, পূর্ণিমার রাতে কবরস্থানের বাতাসে কেমন যেন ভিন্ন এক গন্ধ থাকে। কেউ কেউ জানায়, রাতের আঁধারে মেহেজাবিনের কবরের কাছে দাঁড়ালে একটা ঠান্ডা বাতাস বুকের ভিতর দিয়ে চলে যায়। অনেকেই দেখেছে সাদা পোশাকের এক মেয়েকে কবরস্থানের গাছের নিচে বসে থাকতে।