পর্ব ১
মন যখন উতলা, ইচ্ছে তখন অসীম। এমনই এক বয়সের কথা বলছি। এ বয়স কোনো বাধা মানে না, মানে না কোনো অনুরক্তি। উড়ে বেড়াতে চায় পাখির মতো। এমনই দুই দুরন্ত ছেলে বাগান এবং বিলাস। দুজনের বয়সই সবে মাত্র আটকে পিছনে ফেলে নয়কে স্বাগতম জানানোর তোরজোর করছে। এ বয়স যে কৌতুহলের, মাঠে ঘাটে ছুটে চলার, নতুন পথে হাঁটার, পরিচিত হওয়ার প্রকৃতির প্রত্যেকটা সৃষ্টির সঙ্গে, সম্পূর্ণ নিজের একটা জগৎ তৈরি করার, অসীম বিশ্বকে জানার। বাগান বিলাস যে এমনই এক জুটি। দুজন জমজ ভাই, একজনকে ছাড়া অন্য জন যে নিঃস্ব প্রায়। যেখানে বাগানকে দেখা যাবে সেখানে বিলাস নেই সেটা কল্পনারও এক হাজার ক্রস বাহিরে। দুজনে দেখতে ঠিক একই রকম, তাদের পরিবারের সদস্য ছাড়া সহজে কেউ আলাদা করতে পারে না। তাদের মা পৃথা রায়, সারাক্ষণ তার বাগান বিলাস করতে করতেই কাটে। অন্য দিকে প্রণয়ন রায় তাদের বাবা, পেশায় একজন উকিল। যুক্তিতে তার সঙ্গে পেরে উটা চারটিখানি কথা নয়। মাদারীপুর গ্রামের একদম মাঝের বাড়িটি তাদের। মাদারীপুরের চাররাস্তা মোড় থেকে পাঁচ মিনিট বা মিনিট দেড়েক হাঁটলেই বাগান বিলাসদের বাড়ি। রাস্তা থেকে বাড়িটির দিকে তাকালেই চোখে পড়ে বড় বড় করে কটকটে লাল রংয়ের গেইটাই লেখা " বাগান বিলাস "। বাড়িটি বাইরে থেকে দেখতে যেমন সুন্দর ভিতরে ঠিক তেমনই পরিপাটি….