Posts

কবিতা

০১৮১ আধুনিক গান: একটু সময় একটু ভালোবাসা

January 1, 2025

তারিক হোসেন

56
View

 একটু সময় একটু ভালোবাসা

একটু সময়, একটু আদর, একটু ভালোবাসা;
মনের মাঝে বাড়িয়ে দেয়, বেঁচে থাকার আশা।২
তুমি এমন করে বারে বারে, দিও ভালোবাসা; 
তোমায় পেয়ে পূর্ণ হবে, মনের সকল আশা।২ঐ

তোমার এ উপহার, আমি জনম জনম ধরে রাখিবো; 
সারাটা জীবন, তোমার হয়ে আমি থাকিবো।২
বড় মায়ার বাঁধনে বেঁধেছ তুমি, আমার বুকে বাসা;
কোন ঝড়েই ভেঙ্গে যাবে না, এ প্রেমের বাসা। ২ঐ

তুমি পাশে থাকলে, পৃথিবীর সবচেয়ে সুখী হই আমি; 
অন্তরে অন্তরে শিরায় শিরায়, মিশে আছো তুমি।২
তুমি আমার অন্তর আত্মা, মনের ভরসা;
সারা জীবন আগলে রেখ, দিও ভালোবাসা।২ঐ

Comments

    Please login to post comment. Login