Posts

কবিতা

০১৮২ আধুনিক গান: প্রান খুলে হাসো

January 2, 2025

তারিক হোসেন

60
View

      প্রান খুলে হাসো

প্রান খুলে হাসো বন্ধু, প্রান খুলে হাসো;
তোমার হাসি আমার আনন্দ, প্রান খুলে হাসো।২

তোমার হাসি আমার কাছে, সবচেয়ে দামী;
সারা পৃথিবীর বিনিময়েও, পেতে চাই আমি।২
তুমি আমার সাথে থাকো, আমায় ভালোবাসো।২ঐ

আর কিছু চাই না বন্ধু, তোমার ভালো চাই;
তুমি ভালো থাকলেই যে, আমি শান্তি পাই।২
সকল আশা পূর্ণ করে, সুখের মেঘে ভাসো।২ঐ

কিছুই দিতে না পারি বন্ধু, কষ্ট দিব না;
তুমি কষ্ট পেলে, আমি বাঁচবো না।২
সকল কষ্ট দূর করে, চাঁদের হাসি হাসো।২ঐ

Comments

    Please login to post comment. Login