প্রান খুলে হাসো
প্রান খুলে হাসো বন্ধু, প্রান খুলে হাসো;
তোমার হাসি আমার আনন্দ, প্রান খুলে হাসো।২
তোমার হাসি আমার কাছে, সবচেয়ে দামী;
সারা পৃথিবীর বিনিময়েও, পেতে চাই আমি।২
তুমি আমার সাথে থাকো, আমায় ভালোবাসো।২ঐ
আর কিছু চাই না বন্ধু, তোমার ভালো চাই;
তুমি ভালো থাকলেই যে, আমি শান্তি পাই।২
সকল আশা পূর্ণ করে, সুখের মেঘে ভাসো।২ঐ
কিছুই দিতে না পারি বন্ধু, কষ্ট দিব না;
তুমি কষ্ট পেলে, আমি বাঁচবো না।২
সকল কষ্ট দূর করে, চাঁদের হাসি হাসো।২ঐ