আমি একজনকে নিজের চেয়ে অনেক বেশি ভালোবাসতাম তার নাম ছিলো নীলা । ও আমাকে অনেক ভালোবাসতো, একদিন ভুল বসতো নীলার ছোট ভাইকে আমি মারি, তারপর নীলাকে ডেকে নিয়ে আসে, তখন নীলা আমার উপর প্রচন্ড রাগ করে, ওর সাথে দেখা হলে মুখ অন্যদিকে ঘুরায়, তারপর ওর সাথে কথা বলার অনেক চেষ্টা করি কিন্তু নীলা আমার কোন গুরুত্ব দেয় না, একদিন আমি স্কুল থেকে বাসায় আসার পথে দেখি নীলা এক ছেলের বাইকে চড়ে ঘুরতাছে তখন তা দেখে আমার অবস্থা মরার মতো, তারপর নীলাকে রাতে ফোন দিলাম বললাম,
আমি: নীলা ছেলে টা কে ছিলো
নীলা:তোমাকে বলবো কেন❓ তুমি আমাকে প্রশ্ন করার কে।
আমি: হুম, আমি তো এখন পর হবোই, নতুন পেলে পুরাতন বিষাক্ত
নীলা: আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছি না, আমার ফোনে আর ফোন দিবা না
তাই বলে নীলা ফোন কেটে দিলো , তারপর ওর সাথে আমার পাঁচ বছর যোগাযোগ হয় নাই , হঠাৎ একদিন রাস্তায় দেখি নীলা ও ওর সাথে একটি মেয়ে নিয়ে দাড়িয়ে রয়েছে, আমি ওর কাছে গেলাম বললাম… …
আমি:নীলা তুমি এখানে
নীলা: আরে আমি আসছিলাম একটু বাজারে,
আমি: ওও, তা এখন কি করছো
নীলা: স্বামী সন্তান নিয়ে সংসার করছি, তা তুমি কি করছো
আমি: এইতো কিছু করছি না
তাই বলে আমি চলে আসলাম, আর ভাবছি মানুষ একজনের পর আরেক জনকে কিভাবে ভালোবাসতে পারে, আমি এখনো যাকে ছাড়া কিছু ভাবতে পারি না সে সুখে শান্তিতে বসবাস করছে