Posts

কবিতা

০১৮৩ লোকগীতি: তোমারা আমায় কি বুঝাইবা

January 2, 2025

তারিক হোসেন

44
View

তোমারা আমায় কি বুঝাইবা

তোমারা আমায় কি বুঝাইবা, আমি কি বুঝি না?
বন্ধুয়ারে ছাড়া আমি, প্রাণে বাঁচি না।২
বাবা মায়ে সবাই বুঝায়, আমি কি বুঝি না?
বন্ধুয়ারে ছাড়া আমি, একদিনও বাঁচি না।২ঐ

বাড়ির লোকে সবাই বলে, তুমি ভালো না;
তোমার কাছে আমার নাকি, শান্তি হবে না।২
আমি কেমন করে তাদের বুঝাই, তারা জানে না;
তোমায় ছাড়া আমি বন্ধু, শান্তি পাবো না।২ঐ

বাড়ির লোকে তোমার কাছে, যেতে নিষেধ করে;
তোমার কাছে গেলে নাকি, আমায় ভূতে ধরে।২
আমি কেমন করে তাদের বুঝাই, তেমন কিছু না;
তোমায় না দেখে বন্ধু, থাকতে পারি না।২ঐ

বাড়ির লোকে সবাই বলে, ভুইলা তোমায় যেতে;
তোমায় ছাড়া অন্য কাউকে, আপন করে নিতে।২
আমি কেমন করে তাদের বুঝাই, আমি পারি না; 
তোমায় ছাড়া আমি বন্ধু, বাঁচতে পারি না।২ঐ

Comments

    Please login to post comment. Login