আমার অভিমান আমার চিৎকার
আমার অভিমান তোমার প্রতি আমার চিৎকার;
আমার নিরবতা তোমার প্রতি আমার চিৎকার।
তুমি বুঝিলে হবে প্রেম, না বুঝিলে হবে না অভিসার।২
আমি তো পারি না বলিতে, সব কথা মুখে মুখে;
কিছু কথা আমার বুকে, চাপা পড়ে থাকে।২
তুমি বুঝে নিও, না বলা কথা বারবার।ঐ
আমি তো পারি না করিতে, সবকিছু ভাংচুর;
করিতে পারি না রাগ, তোমার উপর।২
তুমি বুঝে নিও, অভিমানের পারদ কতদূর।ঐ
আমি তো পারি না করিতে তুমুল ঝগড়া;
করিতে পারি না, অত্যাচার অনাচার বাগড়া।২
তুমি বুঝে নিও, এ চোখের ভাষা বারবার।ঐ
আমি তো পারি না, তোমায় কষ্ট দিতে;
তোমার চোখের নোনা জল জড়াতে।২
তুমি বুঝে নিও, এ মনের ইচ্ছা বারবার।ঐ