অজানা কোন খেয়ালে
ভালোবেসে লিখেছি তোমার নাম, অজানা কোন খেয়ালে;
সাত রঙে এঁকেছি তোমার ছবি হৃদয়ের গোপন দেওয়ালে।২
তোমায় ভেবে ভেবে, লিখি কত গান কবিতা;
আমাকে প্রেরনা যোগায়, তোমার সেই ছবিটা।২
কত কিছু বদলে গেলো, কত কিছু ফেলে;
জীবনে সুখের বসন্তে নিয়ে তুমি এলে;
অজানা কোন খেয়ালে।ঐ
ভালোবাসা দুরন্তপনা, কোন বাধা দেওয়া যায় না;
বাঁধায় বাঁধায় ভাঙ্গে হৃদয়, বাড়ে শুধু যন্ত্রনা।২
জীবনের সব রঙে তোমায় কাছে পেলে;
মনের দুঃখ বেদনা, সব যাবে দূরে চলে;
অজানা কোন খেয়ালে।ঐ
চোখের সামনে তুমি নাই, তুমি আছো হৃদয়ের কুঠুরিতে;
অন্ধকারে তোমায় চাই না, তোমারে চাই আলোতে।২
শত সুখ শত মায়া পেছনে ফেলে;
দিয়েছি ধরা সোনালী স্বপ্নের জালে;
অজানা কোন খেয়ালে।ঐ