Posts

কবিতা

০১৮৬ আধুনিক গান: তুমি সুখে থাকলেই আমি থাকি সুখে

January 3, 2025

তারিক হোসেন

36
View

তুমি সুখে থাকলেই আমি থাকি সুখে

তুমি সুখে থাকলেই আমি থাকি সুখে;
তোমার চোখের জল আমায় রাখে দুঃখে।২

আমি হাজার বছর বন্দি হতে চাই তোমার ওই মায়াবী চোখে; 
পৃথিবীর সব প্রেমের কথা শুনতে চাই তোমার ওই সুন্দর মুখে।২
আসো মিলেমিশে এক হয়ে যাই দুজন দুজনার সুখে।২ঐ

আমি পৃথিবীর সব ফুল, তোমায় দিতে চাই; 
ফুল তো গাছেই সুন্দর, আমার দরকার নাই।২
আমি পৃথিবীর সব সুখ দেখি তোমার হাসি মুখে।২ঐ

ভালোবেসে আমার এ জীবন যৌবন, তোমায় দিতে চাই;
জীবনের সব রঙ্গে, তোমায় কাছে চাই।২
একই সাথে দুজনে, কাটাব এ জীবন সুখে। ২ঐ

Comments

    Please login to post comment. Login