আমার কাছে আসিও
ইচ্ছে হইলে আসিও রে বন্ধু, আমার কাছে আসিও;
ইচ্ছে হলে আমায় তুমি, অনেক ভালোবাসিও।২
তোমায় সারা জীবন অনেক ভালবাসিবো;
মনে চাইলে তুমি বাসিও।
তোমায় সারা জীবন নাম ধরে ডাকিবো;
মনে চাইলে তুমি আসিও।২ঐ
তোমার জন্য রয়েছে আমার, অনেক বেশি মায়া;
আমার সকল কাজে কর্মে, পরে তোমার ছায়া।২
প্রেমের ছোঁয়ায় আমার অন্তর, তুমি ভরে দিও।২ঐ
তোমার আমার মধ্যে আছে, একটি কাঁচের বাঁধা;
তোমার প্রেমে আমার অন্তর, হয়েছে শুভ্র সাদা।২
ভালোবাসা হৃদয়ে নিয়ে, বাঁধা ভেঙ্গে দিও।২ঐ
তোমার জন্য দিবানিশি, অপেক্ষাতে থাকি;
এখনো রয়েছে জীবনের, গল্প লেখা বাকি।২
আমার সকল সুখে তুমি, রং মিশিয়ে দিও।২ঐ