Posts

কবিতা

০১৮৮ আধুনিক গান: আমার হয়ে যেও

January 4, 2025

তারিক হোসেন

42
View

       আমার হয়ে যেও

এ জীবনে তোমায় ছাড়া, চাইনা কাউরে প্রিয়; 
তুমি আপন করে সারা জীবন, বুকে টেনে নিও।২
সুখের সাথী হলে তুমি, একটু সুখ দিও; 
দুঃখ নিয়ে বেঁচে থাকলে, আমায় ভাগ দিও।২ঐ

তোমায় আমি আপন করে, রাখবো সিংহাসনে; 
মনের সকল প্রেম দেব, অনেক যতনে।২
মনটি তোমার না ভরলে, তুমি চলে যেও।ঐ

তোমার চরণে দেবো আমি, আমার প্রেমের অঞ্জলি;
সুখের সাগরে ভাসাবো আমি, ধরে তোমার হাতগুলি।২
তুমি শান্তি পেলে জীবনভর, আমার হয়ে যেও।ঐ

আমি আকাশ থেকে তোমার জন্য, জোসনা কুড়িয়ে দিব;
তোমার সকল কষ্ট মুছে, আলোয় ভরে দিব।২
তোমার ইচ্ছা হলে আমার ইচ্ছার, একটু দাম দিও।ঐ

Comments

    Please login to post comment. Login