Posts

কবিতা

০১৮৯ কবিতা: ভালোবাসি

January 4, 2025

তারিক হোসেন

54
View

   ভালোবাসি

ভালোবাসি ভালোবাসি।
তোমার মুখে সুখের হাসি; 
দেখতে আমি ভীষণ ভালোবাসি।

তুমি আকাশ হবে, আকাশ;
আমার জন্য খোলা আকাশ।
আমি তোমায় আকাশ সমান ভালোবাসি।

তুমি বাতাস হবে, বাতাস; 
আমার জন্য দখিনা বাতাস। 
আমি তোমায় বাতাস সমান ভালোবাসি।

তুমি সাগর হবে, সাগর;
আমার জন্য উত্তাল সাগর।
আমি তোমায় সাগর সমান ভালোবাসি।

তুমি পাহাড় হবে, পাহাড়;
আমার জন্য অনেক কঠিন পাহাড়। 
আমি তোমায় পাহাড় সমান ভালোবাসি।

তুমি ফুল হবে, ফুল; 
আমার জন্য সদ্য ফোটা ফুল। 
আমি তোমায় ফুলের মতো ভালোবাসি।

তুমি পাখি হবে, পাখি; 
আমার জন্য মুক্ত আকাশে উড়ন্ত পাখি। 
আমি তোমায় পাখির মতো ভালোবাসি।

তুমি চাঁদ হবে, চাঁদ;
আমার জন্য পূর্ণিমার চাঁদ।
আমি তোমায় চাঁদের সমান ভালোবাসি।

তুমি রাত হবে, রাত; 
আমার জন্য অন্ধকার রাত।
আমি তোমায় রাতের সমান ভালোবাসি।

তুমি স্পর্শ হবে, স্পর্শ; 
আমার জন্য প্রিয়ার কোমল হাতের প্রথম স্পর্শ।
আমি তোমায় স্পর্শ সমান ভালোবাসি।

ভালবাসি ভালবাসি।
তোমার সুখের জন্য যতটুকু দরকার,
তার চেয়েও অধিক ভালোবাসি।

ভালবাসি ভালবাসি।
তুমি যতটুকু ভালোবাসো,
তার চেয়েও অধিক ভালোবাসি।

ভালবাসি ভালবাসি।
একজন মানুষের পক্ষে যতটুকু সম্ভব,
তার চেয়েও অধিক ভালোবাসি।

Comments

    Please login to post comment. Login