ভাইয়ের বোনের সম্পদ মেরে, আঘাত দিয়ে বুকে
কি লাভ আল্লাহর কাছে কপাল ঠুকে ঠুকে।
বাজার জুড়ে অস্থিরতা, ক্লান্ত হয়ে এসে,
ফেসবুক খুলে দেখি সব ফেরেস্তা বাংলাদেশে থাকে।
ঘুষের টাকা দিয়ে আবার হালাল সাবান কিনে,
সুদের ব্যবসা চলে জমজমাট অনিহা ধার -ঋণে।
সেবার নাম লুটতরাজ আর দানের নামে ব্যবসা,
এমন ক্রিম বাহির হইছে কালো টাকা ও ফর্সা।
ধন্য হে মানব জাতি সৃষ্টির সেরা তুমি,
চালে সেরা, ছলে সেরা, ঠকবাজিতে ও সেরা তুমি।