Posts

কবিতা

০১৯০ আধুনিক গান: তোমার হাসিতে দুঃখ কেটে যায়

January 5, 2025

তারিক হোসেন

47
View

তোমার হাসিতে দুঃখ কেটে যায়

তোমার হাসিতে আমার পাহাড় সমান দুঃখ কেটে যায়;
মনের অজান্তে শান্তির সুবাতাস অন্তরে বয়ে যায়।২

তুমি হাসলে আমি হাসি, হাসে আমার মন; 
শত সাধনার হয়েছি আমি তোমার আপন জন।২
তোমার সুখে ভাসবো বলে; ২
হাজারও প্রহর আমার অপেক্ষাতে কেটে যায়।ঐ

তুমি আমার মনের ঘরে, সুখের বাবুই পাখি;
শত আদরে বুকের পাঁজরে, তোমায় আগলে রাখি।২
তোমায় নয়ন ভরে দেখবো বলে;২
হাজারও প্রহর আমার অপেক্ষাতে কেটে যায়।ঐ

তুমি আমার মনের মানুষ, বুকেরই নিঃশ্বাস;
এ জগতে তুমি আপন, এটাই আমার বিশ্বাস।২
তোমায় ভালোবাসবো বলে;২
হাজারও প্রহর আমার অপেক্ষাতে কেটে যায়।ঐ

Comments

    Please login to post comment. Login