বুকের ভিতর রাখিস পাখি
বুকের ভিতর রাখিস পাখি,২ আমায় যতনে।
আমি তোরে বাসি ভালো,২ যাসনে তুই মরণে।২
তোরে দেখে আমার বুকে,২ বিধেছে প্রেমের তীর;
তোরে নিয়ে আমি পাখি,২ গড়েছি সুখের নীড়।২ঐ
তোর প্রেমে আমি পাখি,২ হয়েছি দিশে হারা;
কেমন করে আমি পাখি,২ থাকি তোরে ছাড়া।২ঐ
তোর সাথে আমার অন্তর,২ হয়ে গেছে বাঁধা;
আমি কৃষ্ণ হলে পাখি,২ তুই আমার রাধা। ২ঐ