ছোট্ট বেলার দিন গুলো
কত মধুর ছিলো,
দিনে দিনে বয়স আমার
সব কেড়ে নিলো।
কাঁচের গুলি খেলতাম আমি
পাড়ার ছেলের সাথে,
সন্ধ্যার পরে ভাত খাইতাম
আমার মায়ের হাতে।
হারিকেন আলোয় বই পড়তাম
মায়ের কাছে বসে,
ঘুমিয়ে যেতাম মায়ের পাশে
খাতায় অংক কষে।
আমার মাথায় হাত বুলিয়ে
ভূতের গল্প বলে,
ঘুম আসাতো মা আমাকে
নানা রকম ছলে।