অন্তর জুড়ে তুমি
আমার অন্তর জুড়ে তুমি;
আমার হৃদয় জুড়ে তুমি।২
শুধু তুমি তুমি তুমি;
আমার পুরোটা আমি জুড়ে তুমি।২ঐ
হাজারো লোকের সাথে আমি, সারাদিন চলি;
কতজনের সাথে আমি, কত কথা বলি।২
কিন্তু আমার মনের মাঝে থাকো প্রিয় তুমি।ঐ
কত স্বপ্ন আমার বুকে, নয়ন জুড়ে থাকে;
স্বপ্ন আমার জীবনটাকে, পূর্ণ করে রাখে।২
কিন্তু আমার স্বপ্ন জুড়ে থাকো প্রিয় তুমি।ঐ
কত কিছু সারা জীবন, নয়ন ভরে দেখি;
দু নয়নে কত ছবি, এঁকে এঁকে রাখি।২
কিন্তু আমার নয়ন জুড়ে থাকো প্রিয় তুমি।ঐ